Breaking News

গলসির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গত ৯ তারিখ পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত পুরন্দরগড় কলাবাঁধ এলাকায় এক মহিলার দুটো হাত গাছের সাথে বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় গলসি এলাকায়। তারপরই এই ঘটনার তদন্তে নামে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ঘটনার কয়েকঘন্টার মধ্যেই পুলিশ লক্ষীরাম সরেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ১০ মার্চ তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, ওই মহিলার সঙ্গে সম্পর্কের টানাপোড়নের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে।


পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী সাংবাদিক বৈঠক করে জানান, এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়। আমরা অপরাধিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, লক্ষীরাম সরেন ওই মহিলার সাথে সম্পর্কে টানা পোড়ানের জেরে এই হত্যার কথা তিনি স্বীকার করেন, পরবর্তীকালে তাকে গ্ৰেফতার করে আদালতে পেশ করে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি। তিনি আরও বলেন এই হত্যাকাণ্ড বিষয়ে পরবর্তীকালে পূর্ব বর্ধমান জেলা পুলিশের নজরে আসে একটি রাজনৈতিক দল তাদের অফিসিয়াল ফেসবুক, এবং এক্স হ্যান্ডেলে কিছু বিভ্রান্তিকর এবং বিত্তিহীন দাবি করেছে, এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ বা কোনো যৌন নির্যাতনের উল্লেখ নেই। এবং মৃতার ভাইও এফআইআর-এ ধরনের কোনো অভিযোগ আনেনি।


যারা এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন দাবি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অভিযুক্ত যাতে কঠিন শাস্তি পায় এবং মৃতার পরিবার যাতে দ্রুত ন্যায় বিচার পায়, সেটা সুনিশ্চিত করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বদ্ধপরিকর।

About Prabir Mondal

Check Also

চলতি গ্রীষ্মের মরশুমে বনপুকুরিয়া ডিয়ার পার্কে থাকা হরিণের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে বনদপ্তর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ চলতি গ্রীষ্মের মরশুমে হরিণদের পুষ্টিকর খাবার সরবরাহে উদ্যোগী বনদপ্তর। প্রতিদিন নিয়ম করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *