জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০লিটার চোলাই মদ সহ এক চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করে ,মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত রাজ কুমার মাঝি মন্তেশ্বরের পুটশুড়ি গ্রামের এলাকার বাসিন্দা। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বরের জয়রামপুর ক্যানেল পুল এলাকায় হানা দিয়ে চোলাই মদ সহ রাজকুমার
কে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ওইসব মদ কারবারির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০লিটার চোলাই মদ। ধৃতকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
চোলাই মদ সহ চোলাই মদ কারবারি গ্রেপ্তার
চোলাই মদ সহ চোলাই মদ কারবারি গ্রেপ্তার

Leave a Comment