টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুঠ! বর্ধমানের রেনাসাঁ উপনগরীতে ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কেউ না থাকার সুযোগে ১০ ও ১২ নম্বর টাওয়ারের দুটি ফ্ল্যাট থেকে চুরি করে দুষ্কৃতীরা। এরপর ১১ নম্বর টাওয়ারের আরও একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা হলেও, তালা ভাঙার শব্দ শুনে আবাসিকরা জেগে ওঠায় চোরেরা পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ নম্বর টাওয়ারের বাসিন্দা শ্রাবণী মল্লিক কুম্ভ মেলায় গিয়েছিলেন। সেই সুযোগে চোরেরা তাঁর ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুট করে পালায়। অন্যদিকে, ১২ নম্বর টাওয়ারের বাসিন্দা মিষ্টু ভৌমিক ঘোষাল কর্মসূত্রে দুর্গাপুরে ছিলেন। তাঁর ফ্ল্যাট থেকেও নগদ ৩৫ হাজার টাকা ও বেশ কয়েকটি রুপোর কয়েন চুরি হয়েছে বলে অভিযোগ।
তবে ১১ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা ব্যর্থ হয়। গভীর রাতে তালা ভাঙার শব্দ পেয়ে আবাসিকরা জেগে ওঠায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসনের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দিনে নিরাপত্তারক্ষী থাকলেও রাতে কোনো পাহারা থাকে না। এই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। সব মিলিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে ধুঁকছেন রেনেসাঁ উপনগরীর আবাসিকরা। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।