১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত মুখ্যমন্ত্রীর, তবে বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে নিশানা

Burdwan Today News Service
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ ১০০ দিনের কাজ প্রকল্প পুনরায় শুরু করার বিষয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একইসঙ্গে জানিয়ে দিলেন, রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন রাজ্য।

নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু কাজ শুরু করলেই চলবে না। এতদিন ধরে যে বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখেছে, সেই প্রাপ্যও ফেরত দিতে হবে।” তাঁর বক্তব্য, “গরিব মানুষ কাজ পাননি। অথচ সমস্ত কাগজপত্র, রিপোর্ট, এমনকি কেন্দ্রের প্রশ্নেরও উত্তর দেওয়া সত্ত্বেও গত চার বছর ধরে টাকা আটকে রেখেছে দিল্লি। এটা কি ন্যায়সঙ্গত?”

তিনি জানান, হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে রাজ্যের পক্ষ থেকে। পাশাপাশি বলেন, “শুধু আইন নয়, ন্যায়ের প্রশ্ন আছে। এই টাকা রাজ্যের প্রাপ্য। গরিব মানুষের রোজগার আটকানো হয়েছিল। এখন কাজ চালু হলেও, আগের সব বকেয়া মেটাতে হবে।”

মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করে গরিব শ্রমিকদের কাজ দিয়েছে। “আমরা কাজ দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন কেন্দ্রও তাদের দায়িত্ব নিক,”মন্তব্য মুখ্যমন্ত্রীর।

রাজনীতির অন্দরমহলে প্রশ্ন, কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে নতুন করে কি চাপ তৈরি করতে চাইছে নবান্ন? মুখ্যমন্ত্রীর সাফ জবাবেই তার ইঙ্গিত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *