Breaking News

ফেরিঘাটের ভাড়া নিয়ে বচসার জেরে যুবককে মারধরের অভিযোগ

টুডে নিউজ সার্ভিসঃ ফেরিঘাটের ভাড়া নিয়ে বচসার জেরে এক যুবককে মেরে মুখ ফাটিয়ে দিল ঘাট মালিক। শুধু তাই নয় এক সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিও চোখে পড়ে এলাকাবাসীর! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শান্তিপুর থানার মানিকনগর রানার সমবায় ফেরিঘাটে। বুধবার দুপুরে শান্তিপুর থানার মানিকনগর ফেরিঘাটে অন্যান্য সব যাত্রীর মতোই গঙ্গা পার হতে যাচ্ছিল শুভ বসাক ও তার বন্ধু। তখনই বাধে গন্ডগোল। পয়সা খুচরো না থাকায় ঘাট মালিক ওই যুবকের সাথে খারাপ ব্যবহার করে। ওই যুবক জানায় তার কাছে টাকা খুচরো টাকা নেই পরে যাবার সময় সে বাকি টাকা দিয়ে দেবে। এই কথা শুনতে নারাজ ঘাট মালিক বাচ্চু। কথা কাটাকাটির মধ্যেই যুবকের হাতে থাকা হেলমেট দিয়ে তাকে মারধর শুরু করে ঘাট মালিক। মেরে তার মুখ ফাটিয়ে দেওয়া হয়। ওই যুবকের চশমা ও ভেঙ্গে যায়।

জানা যায়, ওই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত গৌরাঙ্গপাড়ায়। সে নিয়মিত এই ঘাট দিয়ে পার হয়। বুধবার এই ঘাট পার হয়ে সে ফুলিয়া যাচ্ছিল শাড়ি নিয়ে। সে আরও অভিযোগ করে এক সিভিক ভলেন্টিয়ার ও মারধর করে তাদের। ডাঙ্গাপাড়ার আরও এক ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ার মারধর করে বলে অভিযোগ। এরপর দ্রুত শান্তিপুর থানা থেকে পুলিশ এসে পৌঁছায়। পরিস্থিতি সামলাতে না পেরে পরে আরো বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। এরপর শান্তিপুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

About Prabir Mondal

Check Also

প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *