টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার দেবীপুর স্টেশনের কাছে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর ৬৫-র এক মহিলার। জানা যায় রেলগেট বন্ধ হওয়া অবস্থায় ঐ বয়স্ক মহিলা রেললাইন পারাপার করতে গিয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলা বাড়ি দেবীপুর স্টেশন সংলগ্ন আলিপুর রাজ বাগান কলোনিতে। এক পুত্র সন্তানকে নিয়ে তিনি থাকতেন। মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য যাবার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
