টুডে নিউজ সার্ভিসঃ পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগের ওপরে আসার কারণে ১৬ থেকে ১৮ জানুয়ারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বিকেলে এমনটাই জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৬ জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। ঠিক পরের দিন ১৭ জানুয়ারি বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
পাশাপাশি ১৬ জানুয়ারি মঙ্গলবার উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। এরপর ১৭ ও ১৮ জানুয়ারি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Social