উপনির্বাচনের আগে খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পড়ল পোস্টার

Prabir Mondal
2 Min Read

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ তালডাংরা বিধানসভা উপনির্বাচন দোরগোড়ায়। এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা এলাকার ইন্দপুরের কুরুস্থলিয়া বাস প্রতীক্ষালয়ে পোস্টার পড়লো খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। আর তাতেই চাঞ্চল্য ছড়ালো জেলার রাজনৈতিক মহলে।

সোমবার সকালে ইন্দপুরের গোবিন্দপুর-তালডাংরার শিবডাঙ্গা মোড় রাজ্য সড়কের কুরুস্থলিয়া বাস প্রতীক্ষালয় তিনটি পোস্টার সাঁটানো দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাধারণ জনগণ নামে দেওয়া ওই পোস্টারে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির জমির পরিমাণ বৃদ্ধি পাওয়া থেকে রানীবাঁধের তালবেড়িয়া কোটি কোটি টাকা ব্যয় করে রিসর্ট তৈরি হলো কিভাবে সেই প্রশ্ন তোলা হয়েছে। যদিও পোস্টারে বেশ কয়েকটি শব্দের বানান ভুল রয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি-র এত জমি জায়গা হল কি ভাবে খ্যদ্য প্রতিমন্ত্রী জবাব দাও।’ অন্য এক পোস্টারে লেখা রয়েছে ‘দুর্নীতিগ্রস্ত খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির তালবেড়িয়া কোটি কোটি টাকা রিসর্ট হলো কি ভাবে।’ পোস্টারগুলি সাধারণ জনগণের নামে দেওয়া হয়েছে। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে পোস্টার গুলি। স্থানীয় বাসিন্দারা জানান, কে বা কারা এই পোস্টার লাগিয়েছে আমাদের জানা নেই, রাতের অন্ধকারে লাগিয়ে থাকতে পারে। বিষয়টি সকালে নজরে এসেছে বলে তারা জানান।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল দাবি করেন, রাজ্যের মন্ত্রীর যে চুরি, সেই চুরির পোস্টার পড়বেই। সাধারণ মানুষজন সমস্ত চুরি ধরে ফেলেছে, তালডাংরা বিধানসভার উপনির্বাচন যত সামনে আসবে, তত চুরি সামনে আসবে বলে তিনি দাবি করেন। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র বলেন, তালডাংরার উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। তাই বিরোধীরা এই মুহূর্তে কোন দিশা পাচ্ছেন না। ওই সব পোস্টার লাগানো সব বিরোধীদের চক্রান্ত। এখানে বিজেপি-সিপিএম একই সঙ্গে আছে। বিজেপিও যা ও সিপিএমও তা বলে তিনি দাবি করেন।

তবে বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী মুখে কুলুপ এঁটেছেন এঁটেছেন। বারবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে চাননি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *