Breaking News

কড়িয়ায় পাড় ভেঙে গ্রামে ঢুকছে বাঁকার জল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিপদ যে কত ভয়াবহ হতে পারে, সেই আঁচ করা গিয়েছিল বৃহস্পতিবার রাতেই। দু-তিন দিনের ভারী বৃষ্টিতে পশ্চিমের জেলাগুলিতে দুর্ঘটনার খবর মিলেছে। কোথাও কাঁচা বাড়ি ভেঙেছে তো কোথাও নির্মীয়মাণ সেতুর লোহার কাঠামো ভেসে গিয়েছে জলের তোড়ে। শুক্রবার সকাল পরিস্থিতির আরও অবনতি। বর্ধমানের বাঁকা নদীর বাঁধ ভেঙে বহু অংশ প্লাবিত এবং বাড়ি ছাড়া অনেকেই। জলের তলায় বেশ কয়েকটি এলাকার ধান থেকে সবজি ক্ষেত।
বৈকুন্ঠপুর – ১ গ্রাম পঞ্চায়েতের কড়িয়া এলাকার বাঁকার পাড় এই বৃষ্টিতে ভেঙে এলাকায় জল ঢুকতে শুরু করে এবং বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। তারা গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা করে।

পাশাপাশি বৈকুন্ঠপুর – ২ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত হাঁটসিমুল গ্রামে বাঁধের ধারের প্রায় ৩২ টি বাড়িও জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে পরিদর্শনে আসেন বর্ধমান – ২ ব্লক ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি থেকে আধিকারিকরা।

About Prabir Mondal

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *