দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়ার শালতোড়া ব্লকের সাতদেউলী গ্রামের মহিলারা শনিবার পানীয় জলের দাবিতে শালতোড়া-মেজিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, তাদের দাবি গ্রামে নল বাহিত ট্যাপকল থাকলেও তাতে নিয়মিত জল পড়ে না। ভরা গ্রীষ্মে প্রবল জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। বারংবার প্রশাসনকে জানিও কোন সূরাহা মেলেনি। প্রতিবাদে এদিন পথ অবরোধে শামিল হয় বাসিন্দারা। অবরোধের জেরে প্রায় দু’ঘন্টা ধরে রাজ্য সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামে পানীয় জলের ট্যাংকার পাঠালে স্বাভাবিক হয় পরিস্থিতি।
