টুডে নিউজ সার্ভিসঃ ভুয়ো ভোটার নিয়ে বারবার অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। নির্বাচন কমিশন বারংবার বিভিন্ন রকম প্রয়াস গ্রহণ করেছে কিন্তু তারপরেও কোনও লাভ হয়নি সেই অর্থে। দীর্ঘদিন ধরেই কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরীর ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ করা যায় সেই নিয়ে দফায় দফায় জরুরি পর্যায়ে বৈঠক করছিল। অবশেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবার ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক হবে। অর্থাৎ, কিনা এতদিন পর্যন্ত নিজের ভোট দান কক্ষে যেতে গেলে আপনাকে সঙ্গে নিতে হতো নিজের ভোটার আই কার্ড আর এবার নির্বাচন কমিশন যে নিয়ম করতে চলেছে তাতে করে ভোট দিতে গেলে ভোটার আই কার্ডের সঙ্গে আপনাকে সঙ্গে নিতে হবে আধার কার্ড। ভোট দান কক্ষ বা বুথের বাইরে একটি মেশিন থাকবে যে মেশিনের মাধ্যমে চেক করা যাবে আদপে উক্ত ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে কিনা। এক কথায় ওই মেশিনটি বায়োমেট্রিকের কাজ করবে। আপনি ভোট দিতে গিয়েছেন অথচ গিয়ে দেখলেন আপনার ভোটার আইকার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই তখন সঙ্গে সঙ্গেই ওই মেশিন মারফত আপনার ভোটার আই কার্ডটি আধার কার্ডের সঙ্গে প্রথম এর লিঙ্ক করা হবে তারপর আপনি ভোট দানপক্ষ বা বুথের ভেতরে প্রবেশ করতে পারবেন।
নির্বাচন কমিশনের এই নতুন নিয়মের ফলে একদিকে যেমন নির্ভুল ভোটার তালিকা তৈরীর ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হতে চলেছে অন্যদিকে ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের এই পদক্ষেপ যে অনেক বড় চিন্তার ভাঁজ হয়ে দাঁড়াবে অন্তত যারা ভুয়ো ভোটার হিসেবে ভোট দানকক্ষে ঢুকে ভোট দেন। তার কারণ নির্বাচন কমিশনের এই নতুন নিয়ম যে স্বচ্ছতার নতুন রূপরেখা তৈরী করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কয়েক মাস আগেই শেষ হয়েছে গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন সেখানেও ভোটার তালিকায় দেখা গিয়েছে অনেক ভুয়ো ভোটারের নাম পাশাপাশি মৃত ব্যক্তিদের নাম এখনও পর্যন্ত ভোটার তালিকায় থেকে গিয়েছে। যে কাজ করার কথা একজন ভোটারের বা তার পরিবারের লোকের সেই কাজের জন্য নির্বাচন কমিশন বারংবার সকলের কাছে আবেদন জানানোর পরেও আদপে কেউই কোনো রকম পদক্ষেপ করেননি। যার ফলস্বরূপ এবার নির্বাচন কমিশন নিজেরাই নড়েচড়ে বসে ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত যে ভোটার তালিকা রয়েছে তার মধ্যে অনেক ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের নাম রয়েছে। আগামী ১২ নভেম্বর থেকে প্রতি বছরের মতো এবছরও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে যা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে। সেই কারণেই নির্বাচন কমিশন তড়িঘড়ি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগেই এই নতুন নিয়মকে বলবৎ করতে চলেছে যার ফলে ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নতুন ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে সেখানে যেন আর কোনরকম ভুয়ো ভোটার বা মৃত ভোটার না থাকে সেই লক্ষেই। এখন দেখার বিষয় একটাই দেরিতে হলেও যখন ঘুম ভেঙেছে নির্বাচন কমিশনের তখন নির্ভুল ভোটার তালিকা ও স্বচ্ছতাকে বজায় রাখতে নির্বাচন কমিশন যে পদক্ষেপ করতে চলেছে তাতে আপামর দেশবাসী কতটা সাড়া দেয় সেটাই এখন দেখার।
Social