টুডে নিউজ সার্ভিসঃ বর্ষপূর্তিও হয়নি অযোধ্যা রাম মন্দিরের কিন্তু তাঁর আগেই অযোধ্যা রাম মন্দিরের বেহাল অবস্থার খবর সামনে এলো। নেট মাধ্যমো ছড়িয়ে পড়ে। আর এই খবর ছড়িয়ে পড়তেই মন্দিরের প্রধান পুরোহিত বিষয়টি স্বীকার করে নিয়ে একটি সাক্ষৎকারে জানিয়েছেন প্রথম বর্ষাতেই মন্দিরের ছাদ দিয়ে গর্ভগৃহের অন্দরে জল পড়ছে। পাশাপাশি এই বিষয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেন।
রামলালার গর্ভগৃহ ভরে যাচ্ছে বৃষ্টির জলে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, শেষমেষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে টর্চ লাইট জেলে রামলালার আরতি করতে হচ্ছে।তবে কি এবার রাম মন্দিরের দরজা বন্ধ হতে চলেছে দর্শনার্থীদের জন্য? অন্তত সেখানকার পুরোহিত তেমনটাই জানালেন। প্রতিদিন যদি বৃষ্টির জলে মন্দিরের গর্ভগৃহ ভরে যায়, তবে মন্দিরে দরজা বন্ধ করা ছাড়া আর কোন উপায় থাকবে না। রাম মন্দিরের পুরোহিতারও জানিয়েছেন, “যদি দু’একদিনের মধ্যে কোনও ব্যবস্থা না করা হয়, তাহলে বাধ্য হয়েই আমাদের বন্ধ করতে হবে পুজাপাঠ। সে ক্ষেত্রে ভক্তদের জন্যও বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা।” রাম মন্দিরের বেহাল অবস্থার জন্য বিজেপি সরকারকেই দুষছেন সেখানকার ভক্তরা। অভিযোগ, লোকসভা ভোটের আগে তড়িঘড়ি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। মন্দিরের কাজ সম্পূর্ণ না হওয়া সত্বেও মন্দিরের উদ্বোধন করেন। সেই সময় বিরোধীরা অভিযোগ ছিল লোকসভা ভোটের ফয়দা তুলতে তড়িঘড়ি মন্দিরের উদ্বোধন করা হচ্ছে। কার্যতঃ বিরোধীদের সেই সময় করা অভিযোগই সত্যি প্রমাণিত হচ্ছে।
Social