টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পাঁজড়া এলাকার একটি অনুষ্ঠান ভবনে সোমবার বিজেপির সদস্যতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী অনুষ্ঠান ভবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে দেখতে মানুষের উন্মাদনা চোখে পড়ে। সভাস্থলে শুরু হয় চূড়ান্ত বিশৃংখলা অবস্থা বারংবার সবাইকে চুপ করানোর চেষ্টা করেন মিঠুন চক্রবর্তী তবে সেই কথায় কর্ণপাত করেননি সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা। শেষ পর্যন্ত রেগে সদস্যতা অভিযান সম্পর্কে কিছু না বলেই অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন মিঠুন চক্রবর্তী।
