টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কলকাতায় ধর্নায় বসেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার তিনি ঘোষণা করেছেন, ২১ লক্ষ শ্রমিকের ১০০ দিনের কাজের বকেয়া মজুরি ২১ ফেব্রুয়ারি মিটিয়ে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে রবিবার বিকালে বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাম তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাম এলাকা ঘুরে আবার বাম তৃণমূল কংগ্রেস কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত হল সুবিশাল মিছিল। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আজাদ রহমান। এই মিছিলে পা মেলান এলাকার কয়েকশো মানুষ।
