জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আটকে রেখেছে ১০০ দিনের প্রকল্পের বকেয়া কাজের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার জনগণের বাড়ির সমস্যা মেটাতে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প। ইতিমধ্যেই সেই প্রকল্পের জন্য তালিকা তৈরি হয়েছে। জানা যায়, প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে তার আগে অক্টোবর মাসের ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ওই তালিকা ধরে বাড়ি বাড়ি পরিদর্শনের কাজ শুরু হতে চলেছে। এ বিষয়ে যারা বাড়ি বাড়ি পরিদর্শন করবেন তাদেরকে নিয়ে শনিবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। এদিনের প্রশিক্ষণ শিবিরে জেলার ডিএমডিসি স্তরের এক আধিকারিক, মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ সহ প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্তরের সরকারি কর্মচারী ও ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে মন্তেশ্বর ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের অধীনে ৩০ টি পর্যবেক্ষণকারী দল গঠিত হয়ে সেই দলের দুই জন করে প্রতিনিধি এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। উপস্থিত পঞ্চায়েত কর্মচারী নিতাই মহলদার জানান, আবাস প্রকল্পের জন্য নির্দিষ্ট তালিকা তৈরি হয়েছে। তালিকায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করে দেখতে হবে, যে ১০ টি নিয়ম রয়েছে সেই নিয়মের নিচে রয়েছে কিনা। যদি দেখা যায় কোনো পরিবার ওই ১০ টি নিয়মেরএকটি পেরিয়ে যাচ্ছে তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে বলে জানিয়েছেন তিনি।
Tags burdwan district west bengal
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social