ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

Prabir Mondal
1 Min Read

ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস। রবিবার মধ্যরাতে রাজস্থানের আজমেরের কাছে মাদার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরত্বে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায়। পাশের ট্রাকেই দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ট্রেনের একাধিক যাত্রী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। খবর পেয়ে আরপিএফ, সরকারি রেলওয়ে পুলিশ বা জিআরপির আধিকারিকরা, অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবং রেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান রাতেই। লাইনচ্যুত বগি ও ইঞ্জিনকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলে রাতেই। এদিকে গভীর রাতে এই দুর্ঘটনার জেরে সেই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল ফের স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে কীভাবে এবং কেন এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর কয়েকমাস আগে আজমেরেই আজমের-শিয়ালদা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছিল।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *