জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ যাত্রীবাহী টোটো উল্টে আহত হলেন পাঁচজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে মেমারি মালডাঙ্গা রাস্তায় মন্তেশ্বর আগুন পুকুর মোড় সংলগ্ন এলাকায়।
আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মন্তেশ্বর ব্লকের মৌসা গ্রাম থেকে এক শিশুসহ ৫-৬ জন যাত্রী টোটোয় চেপে মন্তেশ্বর দিকে আসার পথে মন্তেশ্বর আগুন পুকুর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে একটি বাইসাইকেল পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে টোটোটি উল্টে যায়। এই ঘটনায় আহত হয় এক শিশু সহ পাঁচজন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় এদের মধ্যে একজন মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসারত চিকিৎসকরা।
Social