টুডে নিউজ সার্ভিসঃ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে। বুধবার দুপুরেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের মঞ্চ থেকে বক্তৃতা দিতে দেখা যায় কুণাল ঘোষকে। এরপরই দলের শীর্ষস্তর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, কুণাল ঘোষকে আগেই মুখপাত্র পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছিল। এবার তাঁকে এই পদ থেকেও সরানো হলো। কুণালের মন্তব্য দলের মন্তব্যের পরিপন্থী।
এদিন তৃণমূলের তরফে একটি প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়। বিবৃতির নীচে সই ছিল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। সেই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে করা কুণাল ঘোষের করা একাধিক মন্তব্য দলের নীতির সঙ্গে বেমানান। উনি যা বলেছেন, সেটা একান্তই ওনার ব্যক্তিগত মন্তব্য, পার্টির বক্তব্য নয়। এর আগে ওনাকে দলের মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর এখন তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
লোকসভা ভোটের মধ্যে এভাবে কুণাল ঘোষকে রাজ্য সাধারণ পদ থেকে সরিয়ে দেওয়ায় স্বভাবতই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
Social