জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চুরির চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম শেফালী ধাড়া, বাড়ি মন্তেশ্বর ব্লকের সিংহালি গ্রামে। মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নিজের বাড়িতে ঘরের মধ্যে এক বৃদ্ধা যখন ঘুমোচ্ছিলেন সে সময় ধৃত মহিলা ঘুমন্ত ওই বৃদ্ধার কানের দুল ছিঁড়ে নেবার চেষ্টা করে এবং ওই বৃদ্ধার কানের দুল সহ কান কেটে যায়। তখনই ঐ বৃদ্ধার চিৎকার করে উঠলে পালিয়ে যায় সে। অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করে পরিবারের লোকজন। বৃদ্ধার বয়ান অনুযায়ী এলাকারই এক মহিলার নামে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় তার নাতি পলাশ দুর্লভ। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালেই সিংহালী গ্রাম থেকে শেফালীকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ এবং ধৃতকে কালনা মহকুমা আদালত পাঠায়।