টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কার্তিক পুজোয় দাদু বাড়িতে বেড়াতে এসে গঙ্গায় তলিয়ে গেল দুই নাবালিকা। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের মেমারি থেকে হুগলির বলাগর ভবানীপুর চর গ্রামে কার্তিক পুজো দেখতে দাদু বাড়িতে বেড়াতে এসে তিনজন নাবালিকা গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গার পাড়ে থাকা একটি নৌকাতে দুই নাবালিকা দাঁড়াতে নৌকাটি উল্টে যায় এবং পাড়ে থাকা নাবালিকা চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে এবং তৎক্ষণাৎ গঙ্গায় নেমে গ্রামের লোক ভেসে যাওয়া দুই নাবালিকার মধ্যে একজনকে উদ্ধার করে। কিন্তু আরেকজনকে উদ্ধার করতে পারিনি তার খোঁজ চলছে। তলিয়ে যাওয়া নাবালিকার নাম সোহেলী সাহা (১৪), সে নবম শ্রেণীর ছাত্রী। তলিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধার করতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং বলাগড় থানার পুলিশ খোঁজ চালাচ্ছে।
