টুডে নিউজ সার্ভিসঃ বায়ুসেনার কনভয়ের একটি গাড়িতে এলোপাথাড়ি গুলি চালালো জঙ্গিরা। উপত্যকার এই জঙ্গি হানায় বায়ুসেনার জখম ৫ জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১ জওয়ান শহিদ হয়েছেন।
শনিবার কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়ে মুড়ি-মুরকির মতো গুলি চালানো হয়েছে। গাড়িটির উইন্ডশিল্ডে অন্তত এক ডজন গুলি লেগেছে। সেনাবাহিনির তরফে শুরু হয়েছে জঙ্গিদমন অভিযান। জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই শুরু হয়েছে বায়ুসেনার। ইতিমধ্যেই সেখানে আরও জওয়ান পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
Social