Breaking News

নববর্ষের প্রথম দিনেই পুণ্যার্থীদের ঢল তারাপীঠ মন্দিরে

কৌশিক গাঙ্গুলী, বীরভূমঃ ইংরেজি নববর্ষের প্রথম দিনেই পুণ্যার্থীদের ঢল তারাপীঠ মন্দিরে। বাংলা হোক বা ইংরেজি, বর্ষবরণকে ঘিরে তারাপীঠে ভক্তদের মধ্যে দেখা যায় আলাদা উৎসাহ-উদ্দীপনা। দূরদূরান্ত থেকে অজস্র ভক্তের সমাগম হয় তারাপীঠে এই বিশেষ দিনগুলিতে। সারাবছর সুখে শান্তিতে কাটানোর প্রার্থনা এবং হালখাতার পুজো করে ব্যবসায় উন্নতির লক্ষ্যে ভক্তেরা বাংলা কিংবা ইংরেজি নববর্ষের দিন ভিড় জমান তারাপীঠে।

এই দিনে তারাপীঠে এতটাই ভিড় হয় যে, রীতিমত ভিড় সামলাতে বেগ পেতে হয় মন্দির কমিটি এবং প্রশাসনকে। সোমবার ইংরেজি নববর্ষের দিনে ভোরে মা তারাকে স্নানের পর রাজবেশে সাজিয়ে পুজো ও বিশেষ মঙ্গলারতি করা হয়। ভোর থেকেই সকল ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয় এবং দুপুরে নিবেদন করা হয় বিশেষ অন্ন ভোগ।

About Prabir Mondal

Check Also

ছাত্রের বাড়িতে গিয়ে হাতজোড় করে স্কুলে ফেরানোর আর্জি শিক্ষকের

টুডে নিউজ সার্ভিস, কালনাঃ অভাবের তাড়নায় স্কুলে আসা বন্ধ করছে ছাত্ররা, রোজগারের তাগিদে ভিন রাজ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *