Breaking News

ট্র্যাক্টরের রোটাভেটর দিয়ে টুকরো করা হয় দেহ, তপনে মহিলা খুনে চাঞ্চল্যকর দাবি পুলিশের

টুডে নিউজ সার্ভিস, বালুরঘাটঃ নিখোঁজ গৃহবধূর খোঁজ মিলল শুক্রবার বিকেলে তপন ব্লকের তরিয়ট এলাকায়। শনিবার পরিবারের তরফে তপন থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। জানা যায় খুনের পর প্রমাণ লোপাট করতে টুকরো টুকরো করা হয়েছিল দেহ। পরে দেহাংশ মাটিতে মেশাতে ফেলে রাখা হয়েছিল জমিতে। পরিবারের লোকজন প্রথমে জুতো দেখে ওই মহিলাকে শনাক্ত করেন। দক্ষিণ দিনাজপুর জেলার তপনের মহিলা দেহ উদ্ধারের ঘটনার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। শুক্রবার বিকেলে তপন ব্লকের তরিয়ট এলাকায় জমি থেকে উদ্ধার হয় সুলেখা খাতুন নামে ওই গৃহবধূর দেহাংশ। তিনি কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার বাসিন্দা। গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিলেন।

রবিবার দুপুরে এনিয়ে বালুরঘাটে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তিনি জানান, সুলেখা খাতুন নামে ওই গৃহবধূকে খুন করা হয়েছে। পরে প্রমাণ লুকোতে ট্র্যাক্টরের রোটাভেটর দিয়ে টুকরো করে দেহ মেশানো হয় মাটিতে। এই ঘটনায় সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে খুনে ব্যবহৃত ট্র্যাক্টরটি। ১৪ দিনের পুলিশ হেপাজত চেয়ে ধৃতকে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়েছে।

About Prabir Mondal

Check Also

মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *