Breaking News

ভোটের মাঝেই ইডি-র ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট

টুডে নিউজ সার্ভিসঃ আদালতের নির্দেশ ছাড়া অর্থ তছরুপ মামলায় গ্রেফতার করতে পারবে না ইডি। অর্থাৎ ভোটের মাঝেই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়ে দিল, বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ) মামলার ১৯ নম্বর ধারায় অভিযুক্ত ব্যক্তিকে আর নিজে থেকে গ্রেফতার করতে পারবে না ইডি।

যদি ইডি কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে চায়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট আধিকারিকদের সংশ্লিষ্ট বিশেষ আদালতের কাছে আবেদন করতে হবে৷ আদালত সম্মতি দিলে তবেই করা যাবে গ্রেফতার৷

সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চের তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে বলেন, ‘পিএমএলএ-মামলায় অভিযুক্ত যদি সমন মেনে আদালতে হাজিরা দেন, তবে তাঁর আলাদা ভাবে জামিনের আবেদন করার কোনও প্রয়োজন নেই।’ এ ক্ষেত্রে পিএমএলএ-র ৪৫ নম্বর ধারার জোড়া শর্ত কার্যকরী হবে না।

About Prabir Mondal

Check Also

ট্রাকে উঠে হনুমানজির পতাকা বাঁধলেন বিজেপি নেতা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই। সম্প্রতি কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *