Breaking News

টহল দিতে গিয়ে সুন্দরবনে চোরাশিকারীদের সাথে বনকর্মীদের চলল গুলির লড়াই, নিহত ১

টুডে নিউজ সার্ভিসঃ গভীর রাতে বোট নিয়ে সুন্দরবন জঙ্গল-সংলগ্ন নদীতে টহল দিতে বেরিয়ে চোরাশিকারিদের হামলার মুখে পড়ে বনকর্মীরা। ওই অঞ্চলে টহল দেওয়ার সময়ে আচমকাই তাঁরা একদল হরিণশিকারীর মুখোমুখি হয়ে পড়েন। বনকর্মীদের দেখেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে।

চোরাশিকারিদের ছোড়া গুলি লাগে এক বনকর্মীর শরীরে। কিছু না বুঝে তখন ওই বোটে থাকা বাকি ৪ কর্মী ভয়ে নদীতে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন দফতরের কর্মী অমলেন্দু হালদার(৫৯)। দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় দেহটি। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীন নেতাধোপানি ক্যাম্প এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বনকর্মী অমলেন্দু রায়দিঘির বাসিন্দা। বন দফতর সূত্রে খবর, নিহত ওই বনকর্মীর দেহ উদ্ধারের পর তাঁর মাথায় কুড়ুলের আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে।

About Prabir Mondal

Check Also

মৎস্য চাষ নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ও মেমারি দু’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে প্রশিক্ষণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *