প্রজাতন্ত্র দিবসে ক্লাব ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নাবালক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রজাতন্ত্র দিবসের দিন ক্লাব ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক নাবালক। মৃতের নাম রোহিত রুইদাস (১৬), বাড়ি বর্ধমানের বিধানপল্লী এলাকায়। কিন্তু, কি কারনে এই ঘটনা ঘটালো ঐ নাবালক তা বুঝে উঠতে পারছে না পরিবার। বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাবের সদস্য অজয় রুইদাস জানান, আজ সকালে ৯:৩০ নাগাদ আমরা ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তখন এই মৃত রোহিত এখানে বন্ধুদের সঙ্গে খেলা করছিল এবং আমাদের কাছ থেকে লাড্ডু খেয়ে যায়। এরপরে আমরা ক্লাব বন্ধ করে চলে যায়। এক ঘন্টা পর জানতে পারছি যে সেই এই ঘটনা ঘটিয়েছে ‌। যদিও ক্লাবের নিচে জিম আছে তাই নিচের কলবসেবল গেট খোলা থাকে এবং পাশে নতুন ঘর হচ্ছে। ওই নাবালক যুবক কোন দিক থেকে উঠে যে ঘটনা ঘটালো তা আমরা ভেবে উঠতে পারছি না। তিনি আরও জানান, রোহিত রুইদাস এবছর মাধ্যমিক পরীক্ষা দিত এবং পড়াশোনার পাশাপাশি সে লাড্ডু কারখানায় কাজ করতো এছাড়াও যখন যা কাজ পায় তাই করতো। কয়েকদিন ধরে সে কাজে যাচ্ছিল না তার মা আজ সকালে তাকে বকাবকি করে।

এদিন এই নাবালকের মৃত্যু নিয়ে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে নিয়ে যায়।

About Prabir Mondal

Check Also

বর্ধমানে লরির ধাক্কায় মৃত্যু হল স্কুটি চালকের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *