টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ইলিশবাজার থানার দাঁড়শালা ফুলবাড়িয়া এলাকায় সবজি কাটার বটি দিয়ে নিজের গলার নলি কেটে আত্মঘাতী এক ব্যক্তি। মৃতের নাম অরূপ রঞ্জন গোস্বামী (৩২)। মৃতের পরিবার সূত্রে জানা যায় সোমবার সকাল তাকে নিজের ঘরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা এবং পাশে বটিটি পড়ে থাকে। তাকে প্রথমে আসানসোল হাসপাতালে নিয়ে যায় ও সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবারেই নিয়ে আসা হলে রাতেই তার মৃত্যু হয়। তবে কেন সে এমন ঘটনা ঘটালো তা এখনও অজানা পরিবার সদস্যদের কাছে। মঙ্গলবার দেহ ময়নাতন্ত হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে।
Tags district west bengal
Check Also
ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা
https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr
Social