“স্বাস্থ্য দপ্তরের বারোটা বেজে গেছে”, মাস্টার মাইন্ডের নাম ফাঁস করলেন শুভেন্দু অধিকারী

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ অনেকদিন আগে থেকেই শুভেন্দু অধিকারী একটি নাম বলতে শুরু করেছিলেন। যেখানে ডঃ এসপি দাসের নাম উল্লেখ করে তিনি দাবি করেছিলেন, এই ভদ্রলোক গোটা স্বাস্থ্য ভবন চালান। এমনকি স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজকর্ম তার নির্দেশ মতই হয় বলে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা।

কিন্তু কে এই ব্যক্তি, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আরজিকর নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য তথা দেশ, তখন সেই এসপি দাসের নাম আবার উল্লেখ করে রীতিমত রাজ্য প্রশাসনকে চাপের মুখে ফেলে দিলেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই স্বাস্থ্য দপ্তরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, যেভাবে আরজি করের মতো হাসপাতালে এই ধরনের নৃশংস ঘটনা ঘটলো, তার পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে একটি নাম উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “গোটা স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর এসপি দাস। তিনি মমতা ব্যানার্জির ফ্যামিলি ডাক্তার এবং ক্লোজ ফ্রেন্ড। তার নির্দেশেই সবকিছু হয় এবং তার আশীর্বাদ ধন্য এই সন্দীপ ঘোষের মতো ডাক্তাররা।”

অর্থাৎ, তলায় তলায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে বারোটা বেজে গিয়েছে এবং অন্য কারও হাতে যে এই স্বাস্থ্য দপ্তর সঁপে দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই তথ্যই এদিন আরও একবার ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যার ফলে গোটা ঘটনায় রাজ্যের বিড়ম্বনা অনেকটাই বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *