টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাড়ির পোষ্য ছাগলের মৃত্যুতে ভেঙে পড়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সুজাতপুর গ্রামের। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রের মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বর্ধমান থানার পুলিশ। মৃত ছাত্রের নাম শুভজিৎ ধারা (১৮), সে বোহার হাইস্কুলে পড়াশোনা করত বলে জানা গেছে।
মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরেই ওই ছাত্র বাড়িতে ছাগল পুষতো খুব যত্ন করত ছাগলের। গত কয়েকদিন আগে একটি ছাগলকে খাসি করাতে গিয়ে ছাগলের মৃত্যু হয়। ছাগলের মৃত্যুতে শোকে ফেটে পড়ে গত রবিবার বিষ খায় ঐ ছাত্র। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে কালনা হাসপাতালে ভর্তি করে ও সেখান থেকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ও বাইরে চেম্বারেও চিকিৎসা করায় তাঁকে এবং পুনরায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
মৃতের দাদু ক্ষুদিরাম মাঝি বলেন, ‘‘ছাগলটিকে শুভজিৎ খুব ভালেবাসত। ছাগলটি বেশির ভাগ সময় ওর কাছে থাকত। ছাগলটি মারা যাওয়ায় শুভজিৎ মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়ে। সেই কারণেই ও কীটনাশক খায়।’’
Social