টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মোবাইল নিয়ে মায়ের সাথে বচসা, অভিমানে আত্মঘাতী স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার গলসি-১ ব্লকের গলিগ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম তিথি মেটে (১৭)। গলি গ্রামে তার বাড়ি। তিথি মেটে গলসি সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে মোবাইল দেখাকে কেন্দ্র করে তার মায়ের সঙ্গে ঝগড়া অশান্তি হয় আর তারপরেই ঘরের মধ্যে সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মায়ের সঙ্গে ঝগড়া করে সে এ ধরনের কাজ করেছে বলে পরিবারের সদস্যদের দাবি।
