পারিজাত মোল্লাঃ আগামী ১৪ ডিসেম্বর কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে প্রকাশ পাচ্ছে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক-কে নিয়ে এক স্মরণিকা। কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে ‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক স্মরণিকা প্রকাশে আসছেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনাল এর চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মণ্ডল, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি, রাজ্য নিরাপত্তা বিভাগের ডিআইজি সুখেন্দু হীরা, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, আইনজীবীদের মধ্যে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহরায়, বিশ্বপ্রিয় রায়, অলোক কুমার দাস, মাসুদ করীম প্রমুখ থাকবেন বলে জানা গেছে।
কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, “প্রতিবছর ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে আমরা পল্লিকবির জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করে আসছি। সর্বপ্রথম আমরা পল্লিকবির মৃত্যুবার্ষিকীতে স্মরণিকা প্রকাশ করছি।” পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বংশধরদের মধ্যে জ্যোৎস্না মল্লিক, সুরেন্দ্রনাথ মল্লিক বিচার বিভাগের সাথে যেমন যুক্ত ছিলেন। ঠিক তেমনি কুমুদ সাহিত্য মেলা কমিটির সাথে যুক্তদের সিংহভাগ আইনী পেশা ও সাংবাদিকতার সাথে যুক্ত।
Social