Breaking News

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সিপিআইএমের এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো রাইগ্রামে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সিপিআইএম মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে কমরেড আব্দুল হামিদ নগর, কমরেড দোনাই শেখ ও গঙ্গাধর ঘোষ নামে মঞ্চের নাম দিয়ে রাইগ্রাম বাজার সংলগ্ন এলাকায় একটি হলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃতীয় তম সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রায় ২৩৩ জন প্রতিনিধিদের নিয়ে দলীয় সংগঠনের নানান বিষয়ের উপর পর্যালোচনা করা হয়।মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমানগনি সরকার ও ধনঞ্জয় সামন্ত জানান, সকালে রাইগ্রাম বাজার তথা সম্মেলনের প্রাঙ্গনে দলীয় পতাকা বর্ষীয়ান নেতা মদন রায় উত্তোলন করে ও শহীদ বেদীতে মাল্যদান সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের সূচনা হয়।
এই সম্মেলনে গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে সিপিআইএম পার্টির রেজাল্ট খারাপ হওয়ার জন্য বুথ ভিত্তিক পর্যালোচনা করার মধ্য দিয়ে বয়স্কদের থেকে যুবকদের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তুলে আনার চেষ্টা করা হয় এই সম্মেলনের মাধ্যমে। তাছাড়া কমিটির নতুন কমিটির করার মধ্য দিয়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে জানান ওসমান গনি সরকার।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সমর ঘোষ, অশেষ কোনার, মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার, ধনঞ্জয় সামন্ত সহ আরও অনেক নেতৃত্ব।

About Prabir Mondal

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *