জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ অবৈধভাবে মাটি চুরি রুখতে পুলিশি অভিযান। মঙ্গলবার সন্ধ্যায় মাটি চুরির অভিযোগে মাটি বোঝাই ট্রাক্টর সহ একজনকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সোমেশ্বর মান্ডি, মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের ধান্য খেরুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি তুলে ট্রাক্টর বোঝাই করে মাটি আনার সময় মেমারি মালডাঙ্গার রাস্তায় ফতলপুর মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরটিকে আটক করে একজনকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে বুধবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।