টুডে নিউজ সার্ভিসঃ কলকাতা পৌর সংস্থার সচিবকে বদলি করা হল। বদলি করা হল হরিহর প্রসাদ মণ্ডল-কে। তাকে পিএচই দফতরের অতিরিক্ত সচিব করা হল। বদলি করা হল কলকাতা পৌর সংস্থার স্পেশাল কমিশনার সোমনাথ দে। তাকে পাঠানো হল হিডকো জোয়েন্ট এমডি করা হল। এছাড়া অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল ঠিকা সম্পত্তি। স্বপন কুমার কুন্ডু-কে কলকাতা পৌর সংস্থার সচিব করা। তিনি চন্দননগরের পৌর কমিশনার ছিলেন। কলকাতা পৌর সংস্থার পৌর কমিশনারকে বাড়তি দায়িত্ত্ব দেওয়া হল। বিনোদ কুমার-কে বাড়তি দায়িত্ব দেওয়া হল। পৌর কমিশনারের পাশপাশি কেএমডিএ সিইও, সংখ্যালঘু দফতর ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব, সংশোধনাগার দফতরের প্রধান সচিব করা হল।
