কলাপাতা দিয়ে সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগালেন বর্ধমানের শিক্ষক

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার সরস্বতী পূজা। আর মাত্র কয়েকটা কয়েক ঘন্টার অপেক্ষা, আর তারপরেই আপামর বাঙালি মাতবে বাগদেবীর আরাধনায়, তার আগে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবার নজর কাড়বে বলাই বাহুল্য শুকনো কলাপাতার মা সরস্বতী। উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি সত্যি ভাবতেও অবাক লাগে। প্রতিমা তৈরি করছেন তপন দাস। তিনি রায় গুসকরার রামচন্দ্রপুর এন.বি বিদ্যাপীঠের শিক্ষক।

তপন বাবু জানান, শিক্ষকতার সঙ্গে সঙ্গে আমার সাহিত্য, সৃজনী, শিল্প, খেলাধুলা, নৃত্য এই সমস্ত বিষয়গুলির উপর একটুখানি আগ্রহ রয়েছে। সবসময় চেষ্টা করেছি এমন কিছু একটা শিল্পের আঙ্গিকে নিয়ে আসতে এবং সেক্ষেত্রে উপকরণ যদি কোন বাতিল সামগ্রী হয়।যেটাতে মানুষ কে আকর্ষিত করা যাবে।এই যেমন এখনকার দিনে প্লাস্টিক, থার্মোকল চারিদিকে রমরমা, এর ফলে কি হচ্ছে,আমাদের যে সেই অতীত দিনে কলাপাতায় খাওয়া। এখনকার বিয়ে বাড়িতে কলাপাতা, শালপাতা ব্যবহার অনেক কমে যাচ্ছে।প্লাস্টিক, থার্মোকল ব্যবহারের ফলে সেগুলো চাষের জমি,পুকুর, নদী, নর্দমায় জমছে।আমাদের উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু কোথাও যেন পিছন থেকে টেনে ধরা হচ্ছে উন্নয়ন টাকে। স্কুলের ছাত্ররা ও সহকর্মীরা আবদারের সাথে তপন বাবুকে বলেন, স্যার স্কুলের ঠাকুর এবার আপনার হাতের চাই। এর থেকেই ভাবনা কলাপাতার ঠাকুর। ৬৩ দিনের প্রচেষ্টায় কাজটা শেষ হয় বলে জানান তিনি। শিক্ষক তপন দাস গর্ব বোধ করে বলেন, আমার তৈরী মা সরস্বতী দেখে আমার পরিবার, ছাত্রছাত্রী, সহকর্মীরা ও বন্ধুরা খুবই আনন্দিত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *