জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের মামুদপুর-১ অঞ্চলের মামুদপুর গ্রামবাসীদের সহযোগিতায়, মিলন উৎসব মেলা কমিটির পরিচালনায় সম্প্রীতি মিলন উৎসব ২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হলো। মামুদপুর কাছারিবাড়ির ফুটবল মাঠ এলাকায় ১০ দিন ধরে চলবে। এই মেলা উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ তিন মনীষীর মূর্তি উদ্বোধন করা হল মন্তেশ্বরের মামুদপুর কাছারিবাড়ি ফুটবল মাঠ এলাকায়। আয়োজকদের পক্ষে ফরিয়াদ মল্লিক বলেন, এলাকাবাসীর সহযোগিতায় মামুদপুর গ্রামবাসীর সহযোগিতায় এক লক্ষ চার হাজার টাকা আর্থিক খরচে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারের দ্বারা এদিন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উদ্বোধন করা হয়।
পাশাপাশি এদিন পতাকা উত্তোলন ও ফিতে কেটে সম্প্রীতির মিলন উৎসব মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। এছাড়াও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিত পান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রতিমা সাহা, সমিতির পূর্ত রাকিবুল শাহ, পঞ্চায়েত সমিতির ভূমি ও কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান, নারী ও শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ চুয়া সোম, সমিতির বিভিন্ন দপ্তরে কর্মাধ্যক্ষ সহ ব্লকের বিভিন্ন প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
মামুদপুর কাছারি ময়দানে ১০ দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রা, বাউল গান, স্বাস্থ্য জল অপচয় প্লাস্টিকের ব্যবহার বন্ধ শিক্ষামূলক সচেতনতা ও নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে জানিয়েছেন মিলন উৎসবের প্রধান কর্মকর্তা ফরিয়াদ মল্লিক।
এই উৎসব উপলক্ষে শুধু মামুদপুর গ্রাম নয় আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন ছুটে আসে। বহু মানুষের কোলাহলে উৎসব প্রাঙ্গনে অনুষ্ঠিত হিন্দু-মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায় হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র। তাই এই মেলার নাম সম্প্রীতির মিলন উৎসব মেলা।
Social