কৌশিক গাঙ্গুলী, বীরভূমঃ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বৃহস্পতিবার বিকালে রামপুরহাট পৌরসভার প্রাঙ্গনে বীরভূম জেলা সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পীকার আশীষ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলাশাসক বিধান রায় সহ আরও অন্যান্য আধিকারিকরা। এই মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলাতে মোট ২৯ টি স্টল রয়েছে।
