দেবনাথ মোদক, বাঁকুড়াঃ ‘ভোট শেষে বিজেপির লোকেদের দূরবীন দিয়ে খুঁজতে হয়’, দাবি তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। বৃহস্পতিবার তালডাংরার বিবড়দা হাটতলায় দলের নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি এক পয়সাও দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বাড়ি বানিয়ে দেবেন, এই কাজের জন্য উনি নরেন্দ্র মোদির কাছে হাত পাতবেন না।’
সায়নী ঘোষ এদিন সিপিআইএম-কেও আক্রমণ করেন। তিনি বলেন, বিগত ৩৪ বছরের শাসনকালে ওঁরা মানুষের জন্য কিছুই করেনি। এখন যা পরিস্থিতি তাতে রাস্তায় লাল পতাকার চেয়ে বেশি বিরিয়ানির হাঁড়িতে দেখা যায় বলে তিনি দাবি করেন।
‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা ভোগী মহিলাদের আর্থ সামাজিক পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, এখন আর মহিলাদের সাধ পূরণে স্বামীর কাছে টাকা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় তারা নিজেদের সাধ পূরণ করতে পারেন বলে তিনি দাবি করেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যাকে এরাজ্যের ‘অভিভাবক’ দাবি করে সায়নী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা আমি চোখে দেখিনি, আশা করি ভবিষ্যতেও দেখতে পাবেন না।’ এই নির্বাচনী সভায় সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন তালডাংরা বিলানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, সাংসদ অরুপ চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।
Social