জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সৈদুল শেখ, বাপন শেখ ২ জনই মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে মালডাঙ্গা মেমারী রাস্তায় ঝিকরা ব্রিজ সংলগ্ন মোড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দলের পিছু ধাওয়া করে ৩-৪ জনকে পুলিশ ধরে। তাদেরকে জেরা করে সৈদুল শেখ ও বাপন শেখের নাম উঠে আসে। ঘটনার পর থেকেই সৈদুল শেখ ও বাপন শেখ পালিয়ে বেড়াচ্ছিল। মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্র পেয়ে, রাতে কুসুমগ্রামে ধৃতদের বাড়ির সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এবং ধৃতদের শুক্রবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।