জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শিবকুমার পাশি-র বাড়ি ঝাড়খন্ড রাজ্যের আমবাগান থানার মিহিজাম এলাকার, ধৃত অপর ২ জন রাজ বেদ ও বিকি বেদ এরা দুই জনই আসানসোলের জগৎডিহি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বিশেষ সূত্রে মন্তেশ্বর থানার পুলিশ জানতে পারে কাটোয়া মালডাঙ্গা রাস্তায় পাকুরমুরি ব্রিজ মোড় এলাকায় বেশ কিছু জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। তারপর মন্তেশ্বর থানার ওসি কুনাল বিশ্বাস-এর উদ্যোগে পুলিশ গিয়ে জড়ো হওয়া ডাকাত দলের পিছু ধাওয়া করে ৩ জনকে ধরে ফেলে, বাকিরা পালিয়ে যায়। ধৃত শিবকুমার পাশির কাছ থেকে উদ্ধর হয়েছে এক রাউন্ড গুলি ও একটি দেশী আগ্নেয়াস্ত্র, ধৃত অপর দুইজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দড়ি, শাবল সহ নানান ডাকাতির সাজ সরঞ্জাম। ধৃত ৩ জনকে শনিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ জানায় এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য ধৃতদের পুলিশ হেফাজত নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে।
