বর্ধমানে সাড়ম্বরে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশ ও রাজ্যের বিভিন্ন অংশের সাথে পূর্ব বর্ধমান জেলা জুড়েও সরকারী-বেসরকারী উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে শুক্রবার৷ তেমনি এদিন যথাযোগ্য মর্যাদার সাথে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগেও বর্ধমানের পুলিশ লাইন মাঠে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এদিন কুচকাওয়াজ ও জাতীয় অভিবাদন মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ সহ জেলার অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা।

এদিনের কুচকাওয়াজে জেলা পুলিশের বিভিন্ন দফতরের কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের ট্যাবলো প্রর্দশনীতে অংশ নেয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়।

জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, সকল জেলাবাসিকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি। সরকারি বিভিন্ন প্রকল্পের এখনো পাননি। তাদেরকে আমি বলব আমাদের সরকারি দপ্তরের আধিকারিকরা দুয়ারের সরকারের মধ্যে দিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন আপনারা দুয়ারে সরকারে এসে পরিষেবা গ্রহণ করুন। অন্যদিকে পুলিশ সুপার আমনদীপ বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের ট্যাবল আজ এই প্রজাতন্ত্র দিবস উদযাপনে আমরা সাধারণ মানুষের কাছে প্রদর্শন করলাম। জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেলা পুলিশ আরো বেশি পরিমাণ যাতে কাজ করতে পারে সেটাই আমরা চাইব।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *