Breaking News

শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক উৎসব

দেবাশীষ ঘোষ, বর্ধমানঃ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক সাধারণ উৎসব অনুষ্ঠিত হল বর্ধমান সুভাষ পল্লী সারদা আশ্রমে। আশ্রমের দু’দিনের এই ভক্ত সম্মেলনে বহু মানুষ উপস্থিত ছিলেন। শ্রী ভাগবত, গীতাপাঠ, ভক্তিগীতি, আলোচনা প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিন শনিবার শ্রীমদ্ভগবত গীতা পাঠ ভক্তি আলোচনা করেন শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজ (শ্রীরামকৃষ্ণ আশ্রম সিতাই, কোচবিহার)। রবিবার সকালে প্রভাত ফেরী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি। ভক্তিগীতি পাঠ করেন শ্রী লক্ষণ বাগ, শ্রী রামকৃষ্ণ সারদা প্রসঙ্গে আলোচনা করেন অমলত্মমানন্দ জি মহারাজ (সম্পাদক, সোমসার, বাঁকুড়া)। গীতি আলেখ্য, পরম পুরুষ রামকৃষ্ণ পরিচালনায় ডঃ রাম নারায়ণ পান সম্প্রদায়।
এদিন সন্ধ্যায় কালী কীর্তন পাঠ পরিচালনায় শ্রীমৎ স্বামী শিবাত্মানন্দ জি মহারাজ (সম্পাদক, বর্ধমান রামকৃষ্ণ সাতমানন্দমঠ রাধানগর)।

এদিন সারদা আশ্রমের অধ্যক্ষ দুর্গেশানন্দ জি মহারাজ জানান, এই উৎসব উপলক্ষে তিন হাজার মানুষের ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। তিনি আর জানান , প্রীতিবছর এইদিনে সাধারণ উৎসব করা হয়। পাশাপাশি আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মানুষপুত্র বেলুড় মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথি ও স্বামী গম্ভীরানন্দ জি মহারাজের জন্মতিথি একই সঙ্গে পালিত হলো।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *