রাখিতেও প্রতিবাদের ছোঁয়া! উৎসব নয়, প্রকৃত মানুষ হওয়ার বার্তা দেবেন ময়নাগুড়ির মহিলারা

Prabir Mondal
2 Min Read

টুডে নিউজ সার্ভিস, ময়নাগুড়িঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবার রাখিতেও। ময়নাগুড়িতে নিজের হাতে ‘তিলোত্তমা’ রাখি তৈরি করছেন রাত দখলে পথে নামা প্রতিবাদী মহিলারা। উৎসব নয়, প্রকৃত অর্থে মানুষ হবার বার্তা দিতেই এমন উদ্যোগ তাদের। সোমবার রাখি বন্ধনের দিন ওই রাখি পথচারিদের হাতে পরিয়ে প্রতিবাদ জানাবেন ওরা। শুধু রাখি নয়, একই রকম ভাবে চকোলেটের মধ্যেও ‘তিলোত্তমা’ লিখে সেই চকোলেট বিতরণ করে প্রতীকী প্রতিবাদ জানানো হবে। সেই সঙ্গে ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে শোকের রঙ ব্যবহার করে কালো ব্যাজ পরে রাস্তায় নামবেন এই প্রতিবাদী মহিলারা।

আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনায় ধর্ষিত এবং খুন হওয়া চিকিৎসকের নামে ওই রাখির নামকরন করেছেন ওঁরা – ‘তিলোত্তমা রাখী’। প্রতিবাদীদের বক্তব্য, ‘রাখি মিলনের উৎসব। কিন্তু এবছর আমরা এটা মিলনের উৎসব হিসেবে পালন করতে পারছি না। এখন সেই আবহ নেই। আমরা চাইনা আর এমন ঘটনা ঘটুক। এটা আমাদের আবেদন।

গত বুধবার সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে প্রতিবাদের ডাক দিয়েছিলেন ময়নাগুড়ির কোয়েল, সাওনা, নেহা, পল্লবীরা। এর পর বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে ময়নাগুড়ির রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। মহিলাদের সঙ্গী হয়েছিলেন পুরুষ ও শিশুরাও। এবার রাখি বন্ধনের মাধ্যমে পরবর্তী পর্যায়ের আন্দোলন জারি রাখতে চান তারা। এক বেসরকারি স্কুলের শিক্ষিকা কোয়েল দাসগুপ্তের কথায়, “সোমবার সকাল থেকে ময়নাগুড়ি শহরের বিভিন্ন এলাকায় আমরা ‘তিলোত্তমা’ লেখা রাখি পরিয়ে প্রতিবাদে শামিল হব।” তার কথায় সায় দেন পল্লবি রায়বিড়, নেহা বাসফোর সহ অন্যরাও। আরেক প্রতিবাদী সাওনা পাল দাসের কথায়, “রাখির পাশাপাশি আমরা ‘তিলোত্তমা’ লেখা চকোলেট বাড়িতে তৈরি করেছি, সেই চকোলেটও বিতরনের পরিকল্পনা রয়েছে।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *