রাজভবনে প্রবেশ করল পুলিশ

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ বাংলার রাজ্যপাল বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাজভবনে অনুসন্ধান করল পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, অনুসন্ধানের জন্য যা যা প্রয়োজন, সবই করা হয়েছে। প্রয়োজনীয় প্রমাণ জোগাড়েরও চেষ্টা চলছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতেই রাজভবনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, রাজভবন চত্বরে পুলিশকে ঢুকতে দেওয়া হবে না।

কিন্তু, কলকাতা পুলিশের তরফে জানানো হয়, অনুসন্ধানের জন্য রাজভবনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ, এ রকম কোনও সরকারি নির্দেশ হাতে আসেনি লালবাজারের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ অনুসন্ধানকারী দল (এসইটি) গঠন হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়।

দলে মোট আট জন সদস্য রয়েছে। আইনি উপদেষ্টা দলের সঙ্গেও কথা বলেছে লালবাজার। পরবর্তী পদক্ষেপ সেই ভিত্তিতে করা হবে। অভিযোগকারিণীর সঙ্গে শুক্রবারও কথা বলেছে পুলিশ। অনুসন্ধানের জন্য কাদের সঙ্গে কথা বলা হবে, তার তালিকাও তৈরি করা হয়ে গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *