টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি হয় উড়ালপুল না হয় আন্ডারগ্রাউন্ড রাস্তা। কারণ, দীর্ঘদিন ধরে জীবন হাতে নিয়ে রেললাইন পারাপার হতে হয়। তাই উড়ালপুল বা আন্ডারগ্রাউন্ডের কোনো আশা দেখতে না পেয়ে মঙ্গলবার রেল অবরোধ করলো কাটোয়া স্টেশন থেকে আজিমগঞ্জ যাওয়ার মাঝের অংশে রেললাইনের দুপাশে বসবাসকারী মানুষজনকে নিয়ে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় জেরে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেল পুলিশ।
