টুডে নিউজ সার্ভিসঃ লোকসভা নির্বাচনের আগে ফের একবার রাজ্য রাজনৈতিক মহলে তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে দেখা করতে নবান্নে গেলেন রচনা ব্যানার্জি। কেন এই সাক্ষাৎকার? তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গত মঙ্গলবার রচনা ব্যানার্জি গিয়েছিলেন নবান্নে। দীর্ঘক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। কিন্তু, হঠাৎ কী উদ্দেশ্যে নবান্নে গেলেন তিনি? যদিও এই বিষয় নিয়ে রচনা ব্যানার্জি-র কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।