দেবনাথ মোদক, বাঁকুড়াঃ জলাতঙ্ক একটি ভাইরাস ঘটিত রোগ। পথ চলতি কুকুরকে র্যাবিস ভ্যাকসিন দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করে নজির গড়লেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার এক পশুপ্রেমী। রবিবার গঙ্গাজলঘাঁটি থানা গোড়া মোড়ে গঙ্গাজলঘাটি এনিমেলস এন্ড বার্ড হেলফ সেন্টারের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। ওই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রতি বছর তারা ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে পালন করে থাকে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর তারা এই আয়োজন করতে না পারায় রবিবার ৬ অক্টোবর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করলেন। এদিন শুরুতেই ফিতে কেটে কর্মসূচির শুভ সূচনা করেন গঙ্গাজলঘাটি থানার এসআই সুমন্ত চক্রবর্তী, সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ পাত্র।
এদিন গঙ্গাজলঘাটি এলাকা পথ চলতি কুকুর সহ বাড়িতে দেশি কুকুরদের এই রেবিস ভ্যাকসিন ও শংসাপত্র দেওয়া হয়েছে। এদিন অসংখ্য কুকুরকে এই ভ্যাকসিনেশন করা হয়। ওই সংগঠনের এহেন উদ্যোগ দেখে সাধারণ মানুষ থেকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাঁকুড়া প্রানি সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি যে কোন পশু রাস্তাঘাটে থাকা সকলকে যদি জানতে পারে যে সেই পশুটি অসুস্থ হয়ে পড়ে আছে তাকে তাদের সংগঠনের তরফে সমস্ত কিছু চিকিৎসা এবং সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজেও এই স্বেচ্ছাসেবী সংগঠন সব সময় মানুষের কাজে নিয়োজিত থাকে।
“র্যাবিস” বা “জলাতঙ্ক” হচ্ছে ভাইরাস গঠিত একটি রোগ যা সাধারণত কুকুর, শেয়াল, বাদুর প্রভৃতি উষ্ণ রক্তের প্রাণীদের মধ্যে দেখা যায়। এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবাহিত হতে পারে তার লালা বা রক্তের দ্বারা। বিশ্বের প্রায় সকল দেশের প্রাণীর মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। প্রতি বছর বিশ্বে যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তার ৯৯ শতাংশই এই রোগের কারণে হয়।
র্যাবিস বা জলাতঙ্ক একটি জুনুটিক রোগ, যা আক্রান্ত প্রাণি হতে মানুষ সহ যে কোন স্তন্যপায়ী প্রাণিকে সংক্রমিত করতে পারি। তাই প্রতিরোধে করণীয় সম্পর্কে জন সচেতনতা তৈরি করা এই দিবসের মূল লক্ষ ও উদ্দেশ্য বলে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়েছে।
Social