টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের প্রায় ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ব বর্ধমানের জেলাশাসককে বদলি করা হলো। বুধবার এমন নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন কে রাধিকা আইয়ার, তাকে স্বাস্থ্য দফতরের সিনিয়র বিশেষ সচিব করা হয়েছে। আর পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হলো আয়েশা রানি-কে, তিনি মেদিনীপুর ডিভিশনের কমিশনার ছিলেন।
