টুডে নিউজ সার্ভিসঃ রবিবার শিলিগুড়িতে অ্যানেক্স গ্রুপ অফ কোম্পানির একটি বিলাসবহুল অফিস বিল্ডিং সহ কয়েক বিঘা জমির দখল করল কলকাতা হাইকোর্ট নিযুক্ত তালুকদার কমিটি। এই চিটফান্ডটি প্রায় ৪০০ কোটি টাকার প্রতারণার ঘটনায় অভিযুক্ত। সোমবারও এই অভিযান চলবে।
২০১৩ সালে সারদা প্রতারণার ঘটনা সামনে আসার পর গ্রেপ্তার হন এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রসেনজিৎ মজুমদার। যদিও এক বছর পর তিনি জামিনও পেয়ে যান। হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস জানান, হাইকোর্টের নির্দেশে বিচারপতি তালুকদার কমিটি এই সম্পত্তি বাজেয়াপ্ত করছে। এরপর সেবি এই সম্পত্তি নিলাম করবে। সেই টাকা এই সব সংস্থার প্রতারিতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে তালুকদার কমিটির হাতে ৫৪ টি চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে টাকা মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে অ্যালকেমিস্ট, ভিবজিওর, পৈলান, এমপিএস সংস্থার প্রতারিতদের টাকা মেটানোর কাজ করেছে হাইকোর্ট নিযুক্ত কমিটি।
Social