টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অগ্নিমূল্য বাজারে আলু সেদ্ধ ভাতই ভরসা খেটে খাওয়া মানুষের। এবার তাতেই টান পড়েছে। কয়েকদিন ধরে আলুর দাম চড় চড় করে বাড়ছে। মঙ্গলবার যে আলুর দাম ছিল ৩৫ টাকা বুধবার তা ৪৫ থেকে ৫০ টাকা। এমনিতেই বিভিন্ন শাকসবজি, আনাজের দাম এমন জায়গায় পৌঁছেছে যে বাজারে গেলেই ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা, ব্যাগ প্রায় খালি রেখেই ফিরতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে আলুর দাম যদি আরও বৃদ্ধি পায়, তাহলে তো রোজকার খাওয়া-দাওয়ার জন্য বাজার করাটাই দুর্বিসহ হয়ে যাবে বলে জানাচ্ছেন ক্রেতারা। বুধবার বর্ধমানের স্টেশন বাজার, পুলিশ লাইন বাজার সহ বেশ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেল আলুর যোগান খুবই কম। ব্যবসায়ীরা জানান, আলু ব্যবসায়ী সমিতিরা যে ধর্মঘট ডেকেছে তার জেরেই আমাদের বেশি দামে আলু কিনতে হচ্ছে এমনকি হিমঘরে মিলছে না আলুও। ফলে আমাদেরকে বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে এর ফলে ক্রেতাদের সঙ্গে আমাদের ঝামেলাও হচ্ছে। আগে যেখানে তারা ৫ কেজি করে আলু কিনতো সেখানে আজ তারা দেড় থেকে দু কেজি করে আলু কিনছে।
Tags burdwan district Politics west bengal
Check Also
‘দ্বিতীয় কিষাণজী বানানোর ষড়যন্ত্র চলছে’, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আশঙ্কা বিজেপি সাংসদের
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে হাসপাতালে …
Social